মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

চাঁপাইনবাবগঞ্জে সাবেক সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

আজ বৃহস্পতিবার বিকালে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল শেষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল বের করে ছাত্রজনতা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে সবুজ সংঘের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আওয়ামীলীগ অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সবুজ সংঘের কাছের চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, শেখ হাসিনা ভারতে বসে থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর প্রতিবাদের জেলার ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ছাত্রজনতা আওয়ামী লীগ কার্যালয় ও এর দোসরদের স্থাপনা গুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এ কারণে ভাঙচুর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft