সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

কমলগঞ্জে স্কুলছাত্রী পূর্নিমা রেলীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল ছাত্রী পূর্নিমা রেলী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, বাগান পঞ্চায়েত, ইউপি সদস্য, চা শ্রমিক ও অভিভাবকরা। নিহত হত্যাকারীদের ফাসিঁর দাবিতে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।

আজ সোমবার সকাল ৯টায় চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী পূর্নিমা রেলীর ধর্ষণ চেষ্টা ও নির্মমভাবে হত্যা মামলার আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবীতে শমশেরনগর চাতলাপুর সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় বাগানের প্রায় ২ হাজার মানুষের উপস্থিত ছিল।

মানববন্ধনে নিহতের মা লাকসামা রেলী বাবা আপ্পারাও রেলী, শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল দাস পাইনকা, সমাজসেবক এম এ আহাদ, শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনি গোয়ালা, চা মজদুর পত্রিকার সম্পাদক সিতারাম বীন, শমসেরনগর ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) ইয়াকুব মিয়া, সমাজসেবক ইসতিয়াক আহমেদ বাবেল সাংবাদিক সালাহউদ্দিন শুভ, নুরুল মোহাইমিন মিল্টন, এম এ ওয়াহিদ রুলু বক্তব্য দেন।

স্কুল ছাত্রী পূর্নীমা রেলী মা ও বাবা বলেন, আমার ছোট সোনা মনিকে ওরা বাঁচতে দিল না। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

উল্লেখ্য, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিক কন্যা পূর্নিমা রেলী (১০) ধর্ষণের চেষ্টা কালে চিৎকার করায় দায়ের কূপে কিশোরীর হাতের কজি ও গলা কেটে হত্যা করে দুই যুবক। ঘটনার ১৭ দিন পর গত ২২ ফেব্রুয়ারী মধ্য রাতে ঘটনার সাথে জড়িত নারায়ন টিলার লাছানা রেংগেট এর ছেলে দিবস রেংগেট (১৯) ও ২৩ ফেব্রুয়ারী ভোরে একই এলাকার সুনিল বাউরির ছেলে উজ্জল বাউরিকে শমশেরনগর চা বাগান এলাকা হইতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘পূর্নিমা রেলীর হত্যাকারীদের আমরা আটক করে জেল হাজতে পাঠিয়েছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft