সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

গোপালগঞ্জে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

নিখোঁজের দুদিন পর মুহিন মোল্লা নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে গোপালগঞ্জ পুলিশ। মুহিন সদর উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ওই ইউপি সদস্যের ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনের ঘর থেকে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মুহিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আমিনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। 

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে। তাদের দেয়া তথ্য মোতাবেক সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেধে ট্রাঙ্কে আটকে রাখা মুহিনের লাশ উদ্ধার করা হয়। এ সময় শাহানারা বেগম নামে এক মহিলাকেও গ্রেফতার করা হয়।

পুলিশের ধারণা মুহিনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft