সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

রাণীনগরে যুবলীগ নেতাসহ ৭জন গ্রেপ্তার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় মোতাহার হোসেন (৪৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দীন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার সিংগারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সদস্য মোতাহার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী মোতাহার। 

এছাড়া মারপিট, ভাংচুর ও চুরির অভিযোগে রোববার রাতে দায়েরকৃত মামলায় উপজেলার চকাদীন গ্রামের জাফর আলীর ছেলে এনামুল শাহা, একই গ্রামের আব্দুল জব্বার শাহার ছেলে বেলাল হোসেন, কাইছার আলীর ছেলে আবেদ আলী, আব্দুল জব্বারের ছেলে হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে আদালতের পরোয়ানামুলে উপজেলার অলংকার দীঘি গ্রামের মমতাজের ছেলে লুৎফর রহমান এবং পুর্ব বালুভরা গ্রামের রবি চরনের ছেলে সুমন কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft