সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

ব্রিজ উদ্বোধনের আগেই ধ্বংস, ঠিকাদার ও সশ্লিষ্ঠদের বিচারের দাবীতে মানববন্ধন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন

রজ্জবিয়া দাখিল মাদ্রাসার পাশে খালের ওপর নির্মানকৃত ব্রিজটি উম্নুক্ত করার আগেই দশে পড়ায় নতুন ব্রিজ পুনঃ নির্মান এবং ব্রিজের নির্মানে দুর্নীতির সাথে জড়িত ঠিকাদার ও সশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের দাবীতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর উপজেলার তিন গ্রামের বিভিন্ন শ্রেনীর মানুষ। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রজ্জবিয়া দাখিল মাদ্রাসার পাশের সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- রজ্জবিয়া দাখিল মাদ্রসার সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন খান, তেরঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হেল্লাল উদিন, রজ্জবিয়া দাখিল মাদ্রসার সিনিয়র সহকারি শিক্ষক মো. মাহাবুব আলম, বাঁশবাড়িয়া গ্রামের মো. মফিজুর রহমান, ফারুক হোসেন, বগুড়া গ্রামের ইউনুস তালুকদার, রাসেল হোসেন, রমিজ তালুকদার, কাসেম প্যাদা, তেরঘর গ্রামের রফিক হোসেন সিকদার, মানিক হোসেন ও রজ্জবিয়া দাখিল মাদ্রসার শিক্ষার্থী ইসারুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, উপজেলার অবহেলীত এলাকায় সরকারের উন্নয়ন কাজ এটি। এলাকার মানুষ ব্রিজ নির্মানে নানা অনিয়মের প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি সহ চাঁদাবাজি মামলার হুমকি দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। তবে তাদের দাবী সঠিকভাবে নতুন ব্রিজ নির্মান করে দেয়ার। তারা আরো বলেন, আমরা ইতি মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানিয়েছি। তবে ব্রিজের ফাঁটলের বিষয় ঠিকাদারকে মুঠোফোনে জানানো হলে সরেজমিনে এসে দেখে যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft