সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

কালীগঞ্জের বারবাজারে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান। আজ সোমবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খাবার পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের দীপক হোটেলের ঘর মালিক তরিকুল ইসলাম জানান, আমার দুইটা ঘর ছিল দুইটাই পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে দীপকের হোটেল, মুদি, ইলেকট্রনিকসের দোকানসহ অন্যান্য দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে তাদের প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft