বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

কোটালীপাড়ায় অবৈধ সার বিক্রির অভিযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারী নিয়ম নিতীর তোয়াক্কা না করে অবৈধ ভাবে চড়া মূল্যে দীর্ঘ দিন যাবৎ সার ও কীটনাশক বিক্রি করে আসছে আঃ রব মোল্লা নামক এক অসাধু ব্যবসায়ী। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার নির্ধারিত সাব ডিলার বৃন্দ। অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। এ ঘটনায় প্রশাসন রয়েছে নিরব।

উক্ত রব মোল্লা উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড মোল্লা বাজারের একজন জুতা স্যান্ডেল ব্যবসায়ী। 

খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা গত বুধবার সন্ধ্যাায় ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। সরকারী লাইসেন্স ছাড়া সার বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাকে সার বিক্রি করতে বলেছে। 

এ ব্যাপারে ০৫ নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী জানান, আমি সার বিক্রি করার জন্য অনুমতি দেইনি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক ও এলাকাবাসী জানান- রব মোল্লা দুই নম্বর সার ও কীটনাশক বিক্রি করে এতে আমাদের ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে দামও রাখে বেশি।

তারা আরো জানায়, কৃষি অফিসের লোক এসে রব মোল্লার সাথে কথা বলে চলে যায়। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, লাইসেন্স ছাড়া অবৈধভাবে কোন ব্যক্তি সার বিক্রি করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহন করব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গোপালগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft