বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

মির্জাপুরে গুড়িয়ে দেয়া হলো ছাড়পত্রবিহীন ৭ ইটভাটা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল আটটা হতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, টাঙ্গাইল এর যৌথ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রকিবুল ইসলাম, মির্জাপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব মাসুদুর রহমান এর নেতৃত্বে মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র বিহীন ০৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিচালনাকালে ভাটার চিমনী ভেঙে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- অত্র কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক জনাব সজিব কুমার ঘোষ, পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর ও পরিদর্শক জনাব মোঃ মোতালেব হোসেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র‍্যাব ১৪, আনসার বাহিনী ও গ্রাম পুলিশ এর টিম উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। ভেঙে ফেলা ইটভাটা গুলো হল:

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft