প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন
ফরিদপুরে চার দফা আদায়ের লক্ষ্যে ম্যাটসের কর্মসূচি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়কে প্রায় ৩০ মিনিট ব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করে তারা।
এসময় তারা চার দফা দাবি বাস্তবায়নে অবিলম্বে অন্তবর্তী কালীন সরকারের নিকট দাবি জানান তারা।
ম্যাটসের সমন্বয়ক শেখ নাঈম আবরার এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- প্রথম বর্ষের শিক্ষার্থী শাকিব,শাহরিয়ার, রুবায়েত, রাকিব, আতিকা, আয়েশা,টুম্পা, প্রিন্স ইসলাম, রহমাতুল্লাহ, শাফি, মাখমুদ, তাচনিম, মারুফ, তালহা রহমান, শাফি উদ্দিন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুই,খাদিজা, শেখ নাঈম আবরার, প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স ক্যারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ ও পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার দাবি জানান।
তারা আরও বলেন, চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি। আমাদের চার দফা দাবি পূরণ না করা হলো আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।