মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!   
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা অনিক সরকারের ওপর হামলার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার কর্মী মনির বিরুদ্ধে।
 
গতকাল রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আহত অনিক সরকার বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বঙ্গজ্বল মোড় থেকে রাজবাড়ির সামনে একটি খড়ির আড়তে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলাম। এক সময় বন্ধুরা চলে গেলে আমি একা বসে ছিলাম। এসময় মোটরসাইকেল যোগে যুবদল নেতা শিবলু ও তার সহযোগী মনি এসে পাশে খড়ির আড়ৎ থেকে দুইজন লাঠি নিয়ে আমার ওপর এ্যালোপাথারি মারপিট শুরু করে। আমার মাথায় লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করতে চাইলে আমি ডান হাত দিয়ে বাঁধা দেয়। এতে লাঠির আঘাতে আমার ডান হাতের হাড় ভেঙ্গে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাকে ফেলে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, আমার সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। আমার বাড়ির পাশে তাদের বাড়ি, প্রতিদিন দেখা হয়। কখনো তো কিছু বলেনি। হঠ্যৎ করে কাল আমার ওপর হামলা চালায়। আমার মনে হয়, অন্য কেউ তাদের দিয়ে আমার ওপর হামলা করেছে। আমি বর্তমানে বাড়িতে রয়েছি। বিকেলে থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো। আমার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমকে ফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। আজ সকালে একটি অভিযোগ দায়ের কথা ছিল। কিন্তু কেউ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft