মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
যশোরে হাসেম হত্যায় জড়িতদের আটকের দাবীতে মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৯:১৭ অপরাহ্ন

যশোর জেলা ছাত্রদল নেতা হাসেম আলী হত্যায় জড়িত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। 

রবিবার বিকালে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শতশত মানুষ।

নিহত হাসেম আলীর মা রমিসা বেগম সন্তান হত্যার বিচার চেয়ে বলেন, নজর আলী খোকার অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার কারনে হাসেম আলী কে নির্মম ভাবে হাতুড়ি পেটা করে সন্ত্রাসীরা তারপরে দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসেম গত ১৩ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। বৃদ্ধ রমিসা বেগম তার জীবদ্দশায় সন্তানের হত্যাকারীদের বিচার দেখে যেতে চান।

মানববন্ধন এ আরো বক্তব্য রাখেন- নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল গোলদার, বিএনপির সহসভাপতি মিকাইল হোসেন, সিঃ যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, বিএনপি নেতা এসএমএ আক্তারুজ্জামান, সেচ্ছাসেবক দলের জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফকরুজ্জামান রাসেল, জেলা সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, সেচ্ছাসেবক দল নেতা জিএম হাবিবুল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি আজিম হোসেন মিন্টু সাধারণ সম্পাদক এস্কেন্দার মির্জা লাল্টুসহ নেতৃবৃন্দ। 

উল্লেখ্য যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা শ্রীপদ্দী গ্রামের বহুল আলোচিত বালু খেকো নজর আলী খোকা ও তার সহযোগী বসির, যুবলীগ সন্ত্রাসী আলম ওরফে কলু আলম, শাহাবুদ্দিন, ভূট্টো, রিপনদের প্রানঘাতী হামলায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত ১৩ অক্টোবর ছাত্রদল নেতা হাসেম আলীর মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft