শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
বড়াইগ্রামে সাবেক পৌর মেয়রসহ আটক ৩৩
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ন

নাশকতার আশঙ্কায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক সরদার ও বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনিসহ জেলার ৩৩জন আওয়ামীলীগের নেতা—কর্মীকে আটক করেছে পুলিশ। 
 
গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

আজ রোববার সকালে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। 
তিনি বলেন, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র আওয়ামীলীগ নেতা—কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, রোববার ভোরে সাবেক পৌর মেয়র ও সাবেক জেলা আ’লীগের সদস্য আব্দুল বারেক সরদারকে তার বাসভবন থেকে আটক করা হয়।

পুলিশ সুপার আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে নাশকতা বা সহিংসতা চালাতে না পারে সে লক্ষ্যে পুলিশ তৎপর রয়েছে বলে।  

এদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও এলাকার কিছু ঝুকিপূর্ণ স্থানে সকাল থেকেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft