প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন
গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ রোববার ঘাঘট লেক সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিকেল চারটায় শহরের পূর্বপাড়াস্থ শ্মশানঘাট এলাকা থেকে পরিত্যক্ত ঘাঘট নদীতে নৌকা যোগে যাত্রা লেক পরিদর্শন শুরু করেন। নৌকা দিয়ে লেকটি পরিদর্শন শেষে সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় সংক্ষিপ্তভাবে মতবিনিময় সভা করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক লেকের দুপাশের ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, লেক খনন করে বিনোদনের পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা নর্বাহী অফিসার মাহমুদ আল হাসান, গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: সাদরুল আলম প্রমূখ।
এলাকাবাসী জানান, এই প্রথম ঘাঘট লেকটি নৌকাযোগে সরেজমিন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। তাঁর নির্দেশে সম্প্রতি লেক থেকে কচুরিপানা পরিষ্কার করা হয়।