শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের    বিজয় দিবসে বিএনপি'র কর্মসূচী ঘোষণা    শহীদ বুদ্ধিজীবীদের তালিকা হচ্ছে না আপাতত    যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু   
ইবিতে গনঅভ্যুত্থানে জড়িত সকল অপরাধীদের বিচার দাবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:০৯ অপরাহ্ন

বিগত সরকারের শাসনামলে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আহসান হাবিব ও সদস্য- রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, ভারতে বসে এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আওয়ামীলীগের ফ্যাসিস্টদের বিচার অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গনঅভ্যুত্থানে যারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে এবং আর্থিক ভাবে সাহায্য করেছে সেসব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ভিসিকে হুঁশিয়ারি করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আওয়ামী দোসর আছে তাদের অপসারণ করবেন। তাদের বিচার না করতে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলবো। ছাত্রলীগকে যেখানে পাবেন সেখানেই ধোলাই হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft