বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

মৃত্যুর পর সম্পদের কি হবে জানালেন ওয়ারেন্ট বাফেট    অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস    আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭    সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস   
চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে গ্রেপ্তার ৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯:০৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সময়ে তাদের ভিন্নভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকায় মানিক আলীর ছেলে বাদল আলী, শহীদুল ইসলামের ছেলে রানা আহম্মেদ, শহীদুল হকের ছেলে আব্দুল সালেক, আজাইপুর-ধানুর মোড়ের ফরজিল হোসেনের ছেলে আব্দুল মুজাহিদ।

ওসি এসএম জাকারিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জের চরজোপ্রতাপ ঠাকুরানী দূর্গামাতা মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করেন ওই মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস। মামলার এজাহারে পরপর তিনদিন হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার রাতে ওই মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিক্ষুব্ধ সনাতন ধর্মালম্বীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে ওই সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই সময় দোষীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। 

চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান ২৪ ঘণ্টার আগেই দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft