মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
আক্কেলপুরে রাতের আঁধারে কৃষকের ধানের গাদায় আগুন
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার তিলেকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামের  সড়কের পাশে জমির ধান কেঁটে গাদা করে রাখেন কৃষক আবু বক্কর সিদ্দিক। রাতের আঁধারে সেই ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 
 
এতে করে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারা ফসলের সাথে এমন কান্ড করেছে তা জানা যায়নি।

ঘটনাস্থলে জানা যায়, এবারের চলতি আমন মৌসুমে বিঘা প্রতি ২২ হাজার টাকায় অন্যের চার বিঘা জমি পত্তন নিয়ে ধান চাষ করেন কৃষক আবু সিদ্দিক। এর মধ্যে দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পরিপক্ক হলে শুক্রবার বিকালে ছয়জন শ্রমিক দিয়ে ধান গুলো কেটে কানচপাড়া গ্রামের সড়কের পাশে রাখেন। ওই দিন সন্ধ্যা হলে ধানগুলো রেখে বাড়িতে চলে আসেন। গভীর রাতের কোন একসময় দূর্বৃত্তরা ওই ধানে আগুন লাগিয়ে দিলে সবগুলো ধান পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক কথা বলার সময় তিনি বলেন, ধার দেনা করে অন্যের জমি পত্তন নিয়ে আমি আমন ধান চাষ করেছিলাম। আমিসহ ছয়জন শ্রমিক দিয়ে জমি থেকে ধান কেটে সড়কে রেখেছিলাম। রাতের অন্ধকারে  কারা যে আমার ধানে আগুন লাগিয়ে দিল তা জানতে পারিনি। সকালে গিয়ে দেখি সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বিষয়টি খুব দুঃখ জনক, খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে। কৃষি বিভাগ থেকে প্রণোদনার আওতায় এনে তাঁকে সহযোগীতা করা হবে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখোন কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft