শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ    আলোকসজ্জায় সেজেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ    বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র   
দৈনিক জবাবদিহি পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঘর পেলেন মরিয়ম বেগম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৪:১২ অপরাহ্ন

দৈনিক জবাবদিহি পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঘর পেলেন বাস্তুহারা মরিয়ম বেগম। ০৮ নভেম্বর শুক্রবার বিকেলে তার ঘরের উদ্ধোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হাজী ফরহাদ হোসেন।

নতুন ঘর উদ্ধোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হাজী ফরহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক (দৈনিক ইত্তেফাক) সামেদুল ইসলাম তালুকদার, শিক্ষক আবু সাঈদ, সমাজ সেবক কামরুজ্জামান কানন, ইউনাইটেড ফর হিউম্যানিটির সদস্য সাদ আল জুনাইদ প্রমুখ।

স্মরণকালের ভয়াবহ বন্যায় মরিয়ম বেগমের থাকার দালান ঘরটি ভেঙে গেলে পরিবার নিয়ে বাস্তুহারা হয়ে পড়েন তিনি। গত ১৫ অক্টোবর আমানুল্লাহ আসিফ এর তথ্য ও ছবিতে ঢলের পানি নেমে গেলেও ভেসে উঠছে ধ্বংসস্তূপ শিরোনামে সংবাদের ভিতরে মরিয়ম বেগমের সাক্ষাৎকার ছাপা হয়। 

সংবাদ প্রকাশের পর বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ফর হিউম্যানিটির নজরে আসলে তাঁরা ঘরটি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেয়। শুক্রবার নির্মাণাধীন ঘরের কাজ শেষ হলে অসহায় মরিয়মের কাছে টিনশেড ঘরটি হস্তান্তর করা হয়। ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করেন মরিয়ম বেগম ও তার স্বামী ছোরহাব আলী। তারা ইউনাইটেড ফর হিউম্যানিটি ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এবং সংবাদকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইউনাইটেড ফর হিউম্যানিটির সদস্য সাদ আল জুনাইদ বলেন দৈনিক জবাবদিহি পত্রিকায় মরিয়ম বেগমকে নিয়ে সংবাদটি ছাপা হলে বিষয়টি আমাদের নজরে আসে। আমরা এই পরিবারের খোঁজ নিয়ে ইউনাইটেড ফর হিউম্যানিটির পক্ষ থেকে ঘরটি নির্মাণ করে দেয়। আমাদের এই কাজে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সংগঠনের জন্য দোয়া চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft