মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মানিকগঞ্জে পরকিয়ার জেরে হত্যা, গ্রেপ্তার ৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন

মানিকগঞ্জে পরকীয়া প্রেমিক ঝন্টু ও তার বন্ধু মাসুদকে নিয়ে কাঞ্চন মনিরা স্বামী উজ্জ্বলকে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বশির আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তালেবপুর ইউনিয়নে কাংশা গ্রামের মোঃ লোকমান মোল্লার ছেলে মোঃ ঝন্টু নিহত উজ্জল এর স্ত্রী কাঞ্চন মনিরা ও ঝন্টুর বন্ধু পাশা বিশ্বাসের ছেলে মাসুদ।

আসামিদের স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত হালকা গোলাপি রঙের ওড়না ও একটি বেগুনি রঙের ওড়না একটি ধারা‌লো হাসোয়া এছাড়া এক গোছা লায়লনের চিকন রশি, একটি চায়ের কাপ, নগদ বাংলাদেশি ৮৫০০ টাকা, সিঙ্গাপুরের টাকায় ১১৪ ডলার, একটি গামছা উদ্ধার করা হয়।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রা‌মের মোহাম্মদ লোকমান মোল্লার প্রবাসী ছেলে উজ্জল মিয়া প্রবাস হতে বাড়িতে আসার ৯ দিন পর গত ১২.১১.২৪ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টায় বাড়ি থেকে নিখোঁজ হয়।

নিখোঁজের ১৮ দিন পর ৩১.১১.২৪ দুপুর ২.৪৫ ঘটিকায় কাংশা ব্রিজের পশ্চিমে ধলেশ্বরী নদীর দক্ষিণ পাশে মোহাম্মদ আলীর আবাদি জমি সংলগ্ন নদীতে কচুরিপানার মধ্যে মাটি ভর্তি প্লাস্টিক ড্রামের সাথে লাইলনের রশি দিয়ে বাধা অবস্থায় গলিত লাশ উদ্ধার করে পুলিশ।  মরদের মুখে কস্টেপ পেঁচানো হাত পা চিকন লাইলনের রশি দিয়ে বাধা অবস্থায় সম্পূর্ণ পচা ও গলা অবস্থায় উদ্ধার করা হয়।  ঘটনাস্থলে একজোড়া প্লাস্টিকের জুতা, মোবাইলফোন ও লুঙ্গি ছেড়া অংশ দেখে ভিকটিমের স্ত্রী মোসাঃ কাঞ্চন উক্ত মরাদেহ‌টি উজ্জ্বল মিয়ার বলে সনাক্ত করেন।

প্রেস রি‌লিজ সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পনা মাফিক ১২.১০.২৪ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় আসামী কাঞ্চন মনিরা কফির সাথে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। তারপর আসামী ঝন্টু ও তার বন্ধু আসামী মাসুদকে ইমোতে কল করে বাড়িতে ডাকে কাঞ্চন। মাসুদ আসার পর তিনজন মিলে উজ্জল মিয়াকে অচেতন অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। পরবর্তীতে উজ্জ্বল মিয়ার মৃতদেহ বাশের সাথে বেঁধে ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে যায়। অতঃপর আসামি মাসুদ তার বাড়ি হতে নীল রঙের প্লাস্টিকের ড্রাম ও ধারালো হাসুয়া নিয়ে নদীর পাড়ে এসে ড্রামে কাদা ভোরে ড্রামের সাথে রশি দিয়ে উজ্জ্বল মিয়ার  লাশ নৌকায় উঠিয়ে নদীর দক্ষিণ পাশে নিয়ে হাসুয়া দিয়ে লাশের বুক চিরে নদীর পানিতে ডুবিয়ে গুম করে।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বশির আহমেদ জানান, আসামিদেরকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft