প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন
কৃষিই সমৃদ্ধি এর লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে (২০২৪-২৫) অর্থ বছরের আওতায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬শ কৃষকদের মাঝে বিনামূল্যে বারি-১৭ সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ( ৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলার ৬শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১ কেজি করে মোট ছয়শত কেজি বারি সরিষা-১৭ বীজ বিতরণ করা হয়। এছাড়াও ৬শ সরিষা চাষীদেরকে ১০ কেজি ডাই অ্যামোনিয়াম পটাশ (ডিএপি) সার ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার প্রদান করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে ৪০ জন কৃষকের মধ্যে ২০ কেজি করে গম ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার, ৪০ জন কৃষকের মধ্যে ১ কেজি করে পেঁয়াজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার, ৬০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে মুগডাল ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আশরাফ উল্লাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম আতিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ ইকবাল হোসেন, কৃষক প্রতিনিধি ও আদর্শ কৃষক সংগঠক কামরুজ্জামান সবুরসহ প্রমুখ।