মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার   
পাকিস্তানে বোমা হামলায় শিশুসহ নিহত ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ২:৫০ অপরাহ্ন

বেলুচিস্তানের মাস্তুং জেলার একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণে তিন শিশু ও একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং একটি পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব উর রহমান আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং কোয়েটার ট্রমা সেন্টারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র বেলুচিস্তান স্বরাষ্ট্র দপ্তর থেকে এ ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বোমা হামলার নিন্দা করে নিহত পুলিশ অফিসার এবং প্রাণ হারানো শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিরপরাধ শিশুদের টার্গেট করা অমানবিক কাজ।

ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে নিরাপদ করতে কাজ শুরু করে।এর আগে মাস্তুংয়ে জুলাই ও সেপ্টেম্বর মাসেও বন্দুক হামলা হয়। গত জুলাই মাসে মাস্তুং জেলায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন আহত হন।

পরে সেপ্টেম্বর মাসে সিনিয়র সাংবাদিক নিসার লেহরিকে মাস্তুংয়ের গুলকান্দ এলাকায় গুলি করে হত্যা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের মতে, লেহরি প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। তবে জমি সংক্রান্ত বিরোধের কারণে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান প্রেসক্লাবের সভাপতি ফয়েজ দুরানী। তবে এখন পর্যন্ত ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft