প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি তেল কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় দমকল কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। কারখানাটিতে রান্নার তেল উৎপাদন করা হতো। প্রায় ২০টি অগ্নিনির্বাপক ট্রাক ঘটনাস্থলে রয়েছে এবং কারখানার বেশিরভাগ এলাকায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মেট্রো টিভির একটি ভিডিও ফুটেজে জাকার্তার বেকাসিত শহরের একটি শিল্প কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত ভবন থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, কারখানার আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
সকল মরদেহ দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বেকাসির ফায়ার বিভাগের প্রধান সুহার্তোনো বলেছেন, এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। স্থানীয় কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।
কারখানাটি পিটি প্রাইমাস সানাস কুকিং অয়েল ইন্ডাস্ট্রিয়াল (প্রিসকোলিন) পরিচালিত করে বলে সুহার্তোনো জানিয়েছেন।