বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ, তৃতীয় ধাপের ফল আজ    তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল    ফিলিস্তিনপন্থি সমর্থকদের তোপের মুখে কমলা হ্যারিস    ৪ নভেম্বর ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি    সাবেক এমপি হাবিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা    মিরপুরে শ্রমিকদের আন্দোলনে গুলিবিদ্ধ ২    টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির   
ফিলিস্তিনপন্থি সমর্থকদের তোপের মুখে কমলা হ্যারিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে এক সপ্তাহেরও কম সময়। এমন সময় ভোটের প্রচারণায় ফিলিস্তিনপন্থি সমর্থকদের তোপের মুখে পড়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

এবার মার্কিন নির্বাচন এমন সময় হচ্ছে, যখন এক বছর ধরে গাজায় নিষ্ঠুর হামলা চালাচ্ছে ইসরাইল। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, লেবাননেও অভিযান চালাচ্ছে ইসরাইল।  যা নিয়ে উদ্বিগ্ন আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররা।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।  

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে অনুষ্ঠিত ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমাবেশে বাধা দেয় ফিলিস্তিনপন্থি কিছু সমর্থক। এ সময় তারা ফিলিস্তিনি জনগণের গণহত্যা এবং লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান।

সামাজিকমাধ্যম ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘এখনই গণহত্যা বন্ধ করুন’ স্লোগান তুলে ফিলিস্তিনকে সমর্থন জানান। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে বেশ কয়েকবার বক্তৃতা ব্যাহত করতে থাকে।

ওই সময় কমলা হ্যারিসকে বলতে শোনা যায়, প্রতিবাদকারীদের কথা বলার অধিকার আছে, ‘কিন্তু আমাকে আমার বক্তৃতা শেষ করতে দিন’। ইভেন্ট আয়োজকরা ফিলিস্তিনি পতাকা বহনকারীদের এবং তাদের সমর্থকদের হল থেকে জোরপূর্বক সরানোর চেষ্টা করতে দেখাও যায়।

বার্তসংস্থা এএফপির জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ৫ নভেম্বরের নির্বাচনের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন।  তারা দুজন আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী।  দুপক্ষই গাজা যুদ্ধ বন্ধের কথা জানিয়েছে।  একইসঙ্গে ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে যা ইচ্ছে করার প্রকাশ্য সমর্থন দিচ্ছে।  

সমালোচকদের অনেকে মনে করেন, গাজা যুদ্ধ মার্কিন নির্বাচনি প্রচারণনায় একটা পণ্যের মতো হয়ে দাঁড়িয়েছে, আদতে যুক্তরাষ্ট্র ইসরাইলকে থামাতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।  যা হচ্ছে তা হঠকারিতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft