প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১১:০১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উদ্ধারের এ ঘটনায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভুল্লি থানা ভাতগাঁও এলাকার হোসেন আলীর ছেলে জাহিদুর রহমান জাহিদ (২৫), একই এলাকার ঢোলকালী গ্রামের হামিদুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (২৬), ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও এলাকার আব্বাস আলীর ছেলে জাফর আলী (৩১), ঠাকুরগাঁও পৌরসভার ঘোষপাড়া এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মোঃ শুভ (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়গাঁও ইউনিয়নের আরাজি কেশববাড়ী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে লাবু ইসলাম (২৭), ঠাকুরগাঁও সদর উপজেলার আউরিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও এলাকার ইউসুফ আলীর ছেলে মাহবুবুর রহমান (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত দুই ব্যক্তি জামালপুর জেলার শাহবাজপুর এলাকার ইউনুস আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫) একই এলাকার ময়নাল হকের ছেলে শামীম হোসেন (২১) তারা দুইজনে সবুজ হেলথ্ ল্যাবরেটরীজ নামে ইউনানী ঔষধ কোম্পানিতে রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি হিসেবে চাকরি করতো রানীশংকৈলে একটি বাসায় ভাড়া থেকে বিভিন্ন স্থানে কোম্পানির ওষুধ বিক্রির কাজ করতো।
গতকাল বিকেলে ওষুধ বিক্রির কাজ শেষ করে ভাড়া বাসায় ফেরার সময় রাণীশংকৈল উপজেলার দোশিয়া রাজবাড়ী এলাকা থেকে অজ্ঞাত ৮/৯ জন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে নাজমুল হোসেন ও শামীম হোসেনকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মারধর ও হুমকি প্রদান করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
গতকাল বিকালে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারে রানীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অপহৃত দুই ব্যক্তিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়; এবং অপহরণের ঘটনায় জড়িত ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল, ৬ টি মোবাইল ফোন নগদ ১০,৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক বলেন, অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।