বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মারা গেছেন সাবেক এমপি আলহাজ্ব শহিদুজ্জামান বেল্টু
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৫:০১ অপরাহ্ন

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শহীদুজ্জামান বেল্টু ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে তার প্রথম জানাজা ও দুপুর ২টায় কালীগঞ্জ সরকারী ভুষন স্কুল মাঠে ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। 

জানাজায় বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক সাংসদ নাসের শাহরিয়ার জাহেদী মহুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির আলহাজ্ব মাহবুবার রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদসহ থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। 

এরপর তার মরদেহ মরহুমের গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলা হাসনহাটি গ্রামে নেওয়া হয়। সেখানে সর্বশেষ এশা বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুজ্জামান বেল্টুর মৃত্যুতে তার নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুরে ভূষন স্কুল মাঠে তার জানাজায় বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মী সহ হাজার হাজার ধর্মপ্রান মানুষেরা অংশ নেন। ৪ বারের সাংসদ জনপ্রিয় এ নেতার মৃত্যুতে বাংলাদেশের এটর্নি জেনারেল এ্যড. আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামানসহ কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft