মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
হত্যা মামলার আসামিদের নিয়ে সমন্বয় সভার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে সমন্বয় সভা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

গতকাল সোমবার উপজেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল আমিনের নেতৃত্বাধীন নেতাকর্মীদের অংশগ্রহণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে শেরপুর শহরে ৪ জন ছাত্র ও ঢাকার মিরপুরে একজন গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামিদের নিয়ে মাসিক সমন্বয় করায় ইউএনওর অপসারণ দাবি করেন তারা। বৈষম্য মূলক আচরণের জন্য সহকারী কমিশনার (ভূমি) এর অপসারণের দাবিও করেন উপস্থিত নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন বলেন, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিদের নিয়ে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। ওই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর ও ঢাকায় নিহতের ঘটনায় যাদের আসামী করা হয়েছে, এরমধ্যে নালিতাবাড়ী উপজেলার ৪জন ইউপি চেয়ারম্যান রয়েছেন। ৫ আগস্টের পর থেকে তারা দীর্ঘদিন অনুপস্থিত। এরপরও ওইসব মামলার পলাতক আসামীদের ফোনে ডেকে এনে ইউএনও সমন্বয় সভা করেন।

বিষয়টি জানার পর বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হন এবং আলোচনাসাপেক্ষে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই বিক্ষোভের আহবান করার পরই তা ঠেকাতে ইউএনও ‘বালু উত্তোলনকারী ও বালু উত্তোলনবিরোধী দুইপক্ষের মিছিল হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে’ মর্মে ১৪৪ ধারা জারি করেন। তিনি বলেন, আমি বা আমাদের কেউ বালুর সাথে জড়িত নয়। বালু উত্তোলনকারীদের পক্ষে-বিপক্ষে এমন কোন কর্মসূচীও ছিল না।

এসময় তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যা মামলার আসামীদের পুনর্বাসিত করার চেষ্টাকারী ইউএনও’র অপসারণ দাবী করেন। একই সাথে এখনো হত্যা মামলার আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তাদের গ্রেপ্তার দাবী করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, যাদের বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তাদের আসামি হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন অবগত নয়। থানা বা কোর্ট হতে কোন এজহার কপি দেয়নি। মামলার বিষয় উপজেলা প্রশাসন অবহিত না হলে তারা সমন্বয় সভাতে উপস্থিত থাকার অধিকার রাখে। অপসারণ বিষয়ে আনীত অভিযোগটি ভিত্তিহীন। তবে মামলার এজাহার কপি হাতে পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft