প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
আজ সোমবার গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় কয়েকজন বিক্রেতাকে ভ্যানে করে কাঁচামরিচ বিক্রি করতে দেখা গেছে। আলী আকবর (২২) নামে একজন বিক্রেতা জেলা শহরের চৌরঙ্গী এলাকায় প্রতি কেজি কাঁচামরিচের দাম চেয়েছেন ১৪০ টাকা। অপর একজনকে ১২০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
আলী আকবর জানান, খুলনা শহরের পাইকারি বাজার থেকে কাঁচামরিচ ক্রয় করে অনেকেই গোপালগঞ্জসহ বিভিন্ন বাজারে বিক্রি করছেন। এসব কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা। ভ্যানে করে এভাবে কাঁচামরিচ শহরের বিভিন্ন স্থানে বিক্রি করায় বাজারগুলিতে মরিচের দাম কমে গেছে। দেশি কাঁচামরিচ বলে বাজারের দোকানগুলিতে কেউ কেউ বেশি দামে বিক্রির চেষ্টা করলেও সাধারন মানুষ তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।
গোপালগঞ্জ বড় বাজারের বিক্রেতা তম্ময় ও মো: আসাদুজ্জামান বলেন, আমরা ১৪০/১৬০ টাকা দামে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করছি। আমাদের কাঁচামরিচ ভারতীয়। ভ্যানে বিক্রি হচ্ছে যে মরিচ তাও ভারতীয়। পার্থক্য শুধু কাঁচামরিচের ঝালে। ঝাল কমবেশির কারনেই কাঁচামরিচের দাম কমবেশি হচ্ছে।