রোববার ২৭ অক্টোবর ২০২৪ ১১ কার্তিক ১৪৩১
 

সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গ্রেপ্তার    যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা    দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান ড. ইউনূসের    দেশত্যাগের সময় বিমানবন্দরে আটক ডিএমপির সাবেক কমিশনার    জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তার ১৪    রাজশাহীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা     ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়নি: জাতিসংঘ   
লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমিটি ভেঙে দিতে ছাত্রজনতার মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গঠিত মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিতে ছাত্রজনতা মানববন্ধন কর্মসূচি করেছে। 

আজ রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ১২ ঘটিকায় লাউয়াছড়া প্রবেশ ফটকের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় পর্যটকদের প্রবেশ টিকেটের মূল্য কমানো, আয়-ব্যায়ের হিসাব দেয়াসহ নানা দাবি জানানো হয়েছে ছাত্রজনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ  দীর্ঘ ১৭ বছর ধরে তার দুই ভাই মানিক ও বুলবুলকে লাউয়াছড়া সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে লুটপাট করেছে। তাদের আমল থেকে এই পর্যন্ত লাউয়াছড়ার কোন আয়ের টাকার কোন হিসেব কারো দেন নি বা কারো কাছে হিসাব নেই। অচিরেই এই সহ ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিতে হবে বলে ছাত্রজনতা বক্তব্যে জানান। আগামী ৭ কর্ম দিবসে মধ্যে কমিটি ভেঙে হিসাব বিবরণী সাধারণ মানুষের সম্মুখে তোলে না ধরলে আরও কঠোর আন্দোলন করবে এ এলাকার ছাত্রজনতা।

কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ভানুগাছ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত, সদস্য সচিব সুজেদ আলী, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড আহাদ মিয়া, অজানা আহমেদ কামরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মোঃ মিলাদ আলী, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মতিন মিয়া প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft