প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ন
ফরিদপুরে চলতি অক্টোবর মাসের কয়েকদিনের টানা বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়া শহরের প্রধান ও গুরুত্বপুর্ণ টেপাখোলা সড়কটি। রাস্তাটির বিভিন্ন জায়গায় ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং তাতে পানি জমে য়ায়। চরম দুর্ভোগে পড়ে চলাচলকারী ট্রাক, রিক্সা,অটো টেম্পু, ইজি বাইক, লেগুনাসহ পথচারীরা।ফলে প্রতিদিনই এ সড়কে দুর্ঘটনার খবর পাওয়া য়ায়।
এ অবস্থায় জেলা বিএনপির আহবায়ক এ্যডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছার নির্দেশে ও জেলা যুবদলের সভাপতি মো: রাজিব হোসেন ও সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেনের সার্বিক তত্বাবধানে শনিবার সকালে টেপাখোলা সোনালী ব্যাংকের মোড় থেকে বাজার জামে মসজিদ পর্যন্ত রাস্তার ভেঙ্গে যাওয়া জায়গা গুলো ইট ও শুড়কি দিয়ে মেরামতের কাজ শুরু করেন পরে এগুলো রোলার দিয়ে সমান করে দেয়া হয়।এবং যানবাহন ও পথচারী চলাচলের উপযোগী করা হয়।
এসময় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো: রাজিব হোসেন, সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, জেলা তাঁতি দলের যুগ্ন-আহবায়ক বেলায়েত হোসেন আল আমিন, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মো:সিদ্দিকুর রহমান সেন্টু, ক্রীড়া সম্পাদক মো: হাসান রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মো: তারেক হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: রাকিবুল হাসান রাব্বি, যুবদল নেতা মোহাম্মদ মিলনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।