মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন কমলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪:২০ অপরাহ্ন

হিটলারের প্রশংসা করায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে উল্লেখ করেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস। 

গতকাল বুধবার (২৩ অক্টোবর) ফিলাডেলফিয়ায় টাউন হল ইভেন্টের এক অনুষ্ঠানে কমলা হুঁশিয়ারি দিয়ে বলেন তার প্রতিদ্বন্দ্বি ‘ক্রমশ অস্থির’ হয়ে উঠছেন। খবর এএফপির।

নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোটারদের উদ্বেগের বিষয়ে আলাপ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘ভোটাররা গণতন্ত্রকে সম্মান করে আর এ কারণে তারা এমন কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না যে ফ্যাসিস্ট এবং স্বৈরশাসককে সম্মান করে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি স্বৈরশাসক ও তার সামরিক বাহিনীর প্রতি ট্রাম্পের প্রশংসাবাণীর কারণে ইতোমধ্যেই তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মূলত তার দীর্ঘ সময়ের সহকর্মী চিফ অব স্টাফ জন কেলি বিষয়টি প্রকাশের পরই এই আলোচনা-সমালোচনা শুরু হয়।

ইরাক যুদ্ধে দায়িত্ব পালনকারী জন কেলি নিউইয়র্ক টাইমসকে বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন-হিটলার কিছু ভালো কাজও করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য তিনি এডলফ হিটলারের মতো জেনারেলকেই চান। জন কেলি আরও বলেন যে তার সাবেক বস সত্যিকার অর্থে ফ্যাসিস্টের সজ্ঞায় পড়ে গেছেন।

এদিকে সিএনএনের প্রাইম টাইম অনুষ্ঠানে কমলা হ্যারিস বারবার ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ভাইস প্রেসিডেন্টর কথা উল্লেখ করে বলেন যে, ট্রাম্পের আর অফিসে ফেরা উচিত হবে না। কমলা হ্যারিস বলেন, ‘তারা স্পষ্টভাবে বলেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তারা বলেছেন, ট্রাম্পের আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা উচিত হবে না।’

কমলা হ্যারিস আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও ভালোকিছুর জন্য বিপদজনক।’

তবে ডোনাল্ড ট্রাম্প বেশ আক্রমণাত্মকভাবে কমলা হ্যারিসের কথার জবাব দিয়েছেন। জর্জিয়ায় এক সমাবেশে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘কমলা আপনি ভয়ঙ্কর সব কাজ করেছেন। আপনি সবচেয়ে খারাপ। আপনার মতো আর কেউ আসেনি এর আগে কমলা আপনার কাজ শেষ। আপনি চলে যান।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft