মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
ময়মনসিংহের ফুলপুরে বন‍্যার্তদের ভোগান্তি বাড়ছে
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ভারী বর্ষণ বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন‍্যায় প্রাবিত হওয়া পানি কমলেও ভোগান্তি যেন বাড়ছে। সম্প্রতি পাহাড়ি ঢলে প্রাবিত হওয়া পানি কমে গেলেও  নিম্ন অঞ্চলের পানি নামছে ধীরগতিতে।

এতে রাস্তা ঘাট ঘর বাড়ি বিপর্যয় হয়ে পড়েছে। দেখা দিয়েছে নানা রোগ। সব চেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগির গো-খাদ্যের। 

ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ছনধরা, সিংহেশ্বর, রামভদ্রপুর, ফুলপুর সদর, রূপসি, বওলা ও বালিয়া  ইউনিয়ন গূলোতে এখনও পানি রয়েছে। ফসলি জমি ফিশারির মাছ কোনো কিছুই রক্ষা  করতে পারেননি মৎস্য খামারি ও সাধারণ কৃষকেরা। 

উপজেলার ছনধরা ইউনিয়নের হাট পাগলা গ্রামের জাকির হোসেন বাবু জানান, বাড়ির সাথে ৪ একর জমির মধ্যে একটি ফিশারি ছিল। কয়েক ঘন্টার মধ্যেই বন‍্যার পানিতে তলিয়ে মাছ ভেসে গিয়ে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো তার আর কিছুই নেই বলে জানান তিনি। 

সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামের আব্দুল হাকিম জানান, আমন চারা রোপনের পর  ৫০ শতাংশ জমিতে শসা চাষ করতে ৫০ হাজার টাকা খরচ করে। ফুল- কড়া শুরু অবস্থায় পানিতে তলিয়ে সমস্ত ক্ষেত নষ্ট হয়েছে। ফসলি জমির এক মুঠো ধান ঘরে তোলার কোন আশা নেই। পরিবারের সাত সদস্যের খাদ্যের জোগান সব মিলিয়ে যেন হতাশা বিরাজ করছে।

পুড়াপুটিয়া গ্রামের গরু খামারি ছায়েদুল ইসলাম ও সেকান্দর আলী জানান, বসত ঘরে-গোয়াল ঘরে পানি প্রবেশ করেছে। আমাদের নামা এলাকা পানি কমে ধীরগতিতে এখনও দুর্ভোগে আছি। ঘরে কিছু খাবার থাকলেও দেখা দিয়েছে গো- খাদ্যের সংকট। মানুষের খাবারের চাইতে গরু-ছাগল নিয়ে এখনও বিপদে আছি। 

বন পাড়া গ্রামের কৃষক শরাফ উদ্দিন  বলেন, ১০ একর জমিতে আমন ধান চাষ  করে তার ১ লাখ ৮০ হাজার টাকা খরচ। বন‍্যার পানিতে ফসল নষ্ট হয়েছে।

তালুকদানা গ্রামের  নুরুল ইসলাম, আলাল উদ্দিন, রুবেল মিয়াসহ আরও অনেকেই জানান, শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করি ঘর থেকে বন‍্যার পানি নেমে গেলেও রাস্তাঘাট তলিয়ে আছে। ১ সপ্তাহ হয়ে গেল ঘরে তেমন কোন খাবার নেই। বাজারে যেতে হয়  কোমর সমান পানির  মধ্য  দিয়ে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বন‍্যার পানি কমতে শুরু করেছে। আকস্মিক বন‍্যা দুর্গত মানুষের কষ্টের শেষ নেই। কেড়ে নিয়ে গেছে সব কিছু যা স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। বন‍্যা দুর্গতদের জন্য সরকারি,  বেসরকারি, স্বেচছাসেবী প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনসহ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব‍্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft