বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
লেবাননে ইসরাইলি হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১:২০ অপরাহ্ন

ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় দক্ষিণ লেবাননে পাঁচ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

গতকাল বুধবার (৯ অক্টোবর) লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গভীর রাতে সাউথ গভর্নরেটের টায়ার জেলার দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন। হতাহতরা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং জরুরি ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই জেলার ওয়ার্দানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত। এ ছাড়া আহত হয়েছেন ১২ জন। তবে তারা কি ধরনের আঘাত পেয়েছে তা স্পষ্ট করেনি।

নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft