বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

পিরোজপুরের সদর উপজেলার কদমতলার নুরানী গেট এলাকায় প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) ভোররাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আটজনের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। 

নিহতরা হলেন- মোতালেব হোসেন (৪৫) ও তার স্ত্রী  সাবনিা আক্তার  (৩০), মেয়ে মুক্তা (১২) এবং ছেলে সোয়াইব (২)।

তাদের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। আর নিহত মো. শাওন (৩২) ও তার স্ত্রী আমেনা বেগম (২৫), ছেলে সাহাদাৎ হোসেন (১০) ও আব্দুল্লাহ (০৩) তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে।

নিহত মোতালেব হোসেন ও শাওন সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু।

নিহত মোতালেবের শাশুড়ি সেফালি বেগম বলেন, তারা উভয়েই মোতালেবের শ্বশুর বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তারা রাতেই কুয়াকাটা থেকে পিরোজপুরের নাজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন।

জেলা হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক মো. নিজাম জানান, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ জেলা হাসপাতালে রাখা হয়েছে। তাদের মধ্যে মোতালেব নামে একজনের কাছে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব  সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft