প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১:৫০ অপরাহ্ন
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৬ দিনের বন্ধ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। আজ বুধবার থেকে শুরু হয়ে এ ছুটি চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান এ তথ্য জানিয়েছেন।
তবে এ সময়ে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের কার্যক্রম চালু থাকবে।
স্থলবন্দর কর্তৃপক্ষ বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে। তবে এ সময়ের মধ্যে সোনামসজিদ ইমিগ্রেশন চালু থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হতে পারবেন।