মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
দুর্গাপূজায় সেনাবাহিনীর উপহার পেলো ৮ পূজা মন্ডপ ও ১২০ পরিবার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন

"আমার দেশ আমার প্রান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বান্দরবান জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন ও আর্থিক অনুদান হস্তান্তর করেছে বান্দরবান সেনা রিজিয়ন। 

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বান্দরবান সেনা জোন বাস্কেটবল মাঠে খাদ্য সামগ্রী বিতরন ও অনুদান হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান সেনা জোন এর কমান্ডার ল্যাফটেনেন্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান (পিএসসি)।

এদিন হতদরিদ্র ১২০ পরিবারকে দুর্গাপুজার উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। উপহারের প্রতিটি বক্সে চিনিগুড়া চাল, চিনা বাদাম, গুঁড়ো দুধ, সেমাই, মিষ্টি চানাচুর, নুডলসসহ ১৭ পদের বাহারি শুকনো খাবার ছিলো। 

এছাড়া ৮টি পুজা মন্ডপকে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

এসময় জোন কমান্ডার বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা তথা পাহাড়ি জনপদে শান্তি- শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই একযোগে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও বান্দরবান জেলায় সর্বত্মক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে কাজ করে যাবে বলেও তিনি প্রত্যয় ব্যাক্ত করেন।

বান্দরবান সেনা রিজিয়ন এর জিএসও-৩ ক্যাপ্টেন আব্দুল মান্নান, সেনা জোন এর লেঃ মোহাম্মদ মুস্তাহিদুর রহমান মৃধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। 

সেনা রিজিয়ন জানায়, এদিন চার লক্ষ নয় হাজার পাঁচশ টাকা'র উপহার সামগ্রী বিতরন ও আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন,খাদ্য সমস্যা, মহামারি আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সেবা, দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে দীর্ঘকাল ধরে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় বই শিক্ষা উপকরন বিতরণ করে যাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft