বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৬৭ লাখ টাকার সোনাসহ আটক ১
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চাঁদের হাট সংলগ্ন বিদ্যাবাগীশ আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৯/৭ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৫ টি সোনার বারসহ স্বর্ন চোরাকারবারী শহীদুল ইসলামকে (৫২) আটক করেছে বিজিবি।

নেতৃত্বে ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানীর আওতাধীন গংগারহাট বিওপির হাবিলদার আব্দুল মালেক। আটককৃত ৫ টি সোনার বারের ওজন ৪৮ ভরি, ৯ আনা, ২ রতি, ৫ পয়েন্ট। এর বাজার মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

আটককৃত স্বর্ণ ব্যবসায়ী শহীদুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বিজিবি সূত্র জানিয়েছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানীর আওতাধীন গংগারহাট বিওপির টহলরত বিজিবির সদস্যরা সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন স্বর্ণ ব্যবসায়ী ফুলবাড়ী উপজেলার চাঁদের হাট সংলগ্ন বিদ্যাবাগীশ আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৯/৭ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে স্বর্ণ পাচার হবে। এই সূত্র ধরে তারা সংশ্লিষ্ট সীমান্ত এলাকাটিতে নজরদারী শুরু করে। এরপর মোটরসাইকেল যোগে লুঙ্গি পরিহিত এক ব্যক্তি সীমান্ত এলাকায় ঢোকার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তিই হলেন স্বর্ণ ব্যবসায়ী শহীদুল ইসলাম। পরে স্থানীয় লোকজনের সামনে তার দেহ তল্লাশী করা হলে লুঙ্গির নিজের সর্ট প্যান্ট (জাঙ্গিয়ার) পকেটে বিশেষ কায়দায় রাখা ৫ টি সোনার বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির হাতে সোনার বারসহ স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে স্পেশাল এ্যাক্টে মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বার আদালতের মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft