বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:২২ অপরাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার রানীগঞ্জ খাদ্য গুদামের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রানীগঞ্জ বাজারে খুচরা মাছ ব্যবসায়ী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুরগ গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র আব্দুল গোফ্ফার হোসেন (৬৮)। তাকে দুর্ঘটনা কবলিত স্থান থেকে হাসপাতালে আনার পথেই মারা যায়। অপর নিহত ব্যাক্তি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কেচগ্রামের ওমর আলীর পুত্র মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০)। তাকে হাসপাতেল ভর্তি করার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আহতরা হলো- হাকিমপুর উপজেলার ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র আল আমিন (৩৫) ও একই উপজেলার কাদিপুর গ্রামের মহিউদ্দিনের পুত্র এনামুল (৫০), নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া (বারুনী) গ্রামের সিরাজুল ইসলামের পুত্র গোলাম মোস্তফা (৩৬)। আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ঘোড়াঘাট থানা পুলিশ কাভার্ড ভ্যানটিসহ কাভার্ড ভ্যানের চালক দিনাজপুর কোতয়ালী থানার রামনগর এলাকার শেখ ওসমান আলীর পুত্র সিদ্দিক (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দিনাজপুর গামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগামীতে এসে রানীগঞ্জ বাজারে মাছের আরতের পাশে দাড়িয়ে থাকা ৮ টি অটোভ্যানে ধাক্কা দিলে ভ্যানগুলি দুমড়ে মুচড়ে কাভার্ড ভ্যানরে নিচে ডুকে যায়। এ সময় ভ্যানে থাকা নিহত ও আহতরা ভ্যানে বসা অবস্থায় ছিলো।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনা সত্যতা স্বীকার করেন এবং জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft