সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
 

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২২৫    বাজার তদারকিতে টাস্কফোর্স গঠন হচ্ছে: আসিফ    সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার    ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর হচ্ছে ডিএমপি, বাড়ছে মামলা-জরিমানা    সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার    জনগনের মতামতে সংস্কার হবে পুলিশ আইন    ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক   
লেবাননে হামলায় পশ্চিমাদের নিরবতাকে দায়ী করলেন এরদোগান
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, ইসরাইলের সঙ্গে লেবাননের ক্রমবর্ধমান উত্তেজনা বাড়তে থাকায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগান।  তার মতে, লেবাননে ইসরাইলের গণহত্যা ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পশ্চিমারা নীরব থাকবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে আসছে তুরস্ক। একইসঙ্গে লেবাননেও ইসরাইলি হামলার সমালোচনা জানিয়ে আসছে দেশটি।

জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে নিউইয়র্কে তুর্কি সাংবাদিকদের সাথে কথা বলার সময় এরদোগান বলেন, ‘লেবাননে ইসরাইলের বিমান হামলা প্রমাণ করে যে তারা গাজার যুদ্ধকে বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, জাতিসংঘ এটি থামাতে শক্তিহীন’।

এরদোগান আরো বলেন, ‘যেহেতু বিশ্ব নীরব এবং পশ্চিমা দেশগুলো ইসরাইলি নেতৃত্বকে অস্ত্র সহায়তা দেয়, এই গণহত্যাগুলো দুঃখজনকভাবে চলতেই থাকবে। আমরা আমাদের বৈঠকে এই বিষয়ে জোর দিয়েছি।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যা সর্বাত্মক ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের প্রতিধ্বনি। ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে হিজবুল্লাহর গোলাবর্ষণের ফলে প্রায় ৬০ হাজার মানুষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে সীমান্তে হিজবুল্লাহর হুমকি ঠেকাতে দক্ষিণ লেবাননে একের পর বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

লেবাননে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের আহ্বান সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হিজবুল্লাহর বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি’ নিয়ে লড়াই চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জাতিসংঘের হিসাব অনুসারে, লেবাননে গত সোমবার থেকে প্রায় ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর ১ লাখ ১০ হাজার মানুষ আগেই বাস্তুচ্যুত ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft