প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১০ অপরাহ্ন
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে র্যাব-১০এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে তোলা হলে রাজবাড়ী-১ নং আমলী আদালতের বিচারক সুমন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ৩০ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজীব মোল্লা নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে আরও তিনশজনকে অজ্ঞাত আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আলমগীর শেখ তিতু ৭ নাম্বার আসামি। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে র্যাব সদর দপ্তরের সহযোগিতায় ঢাকার কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা হতে আলমগীর শেখ তিতুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হোসেন শান্তনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্র লীগের সভাপতি মো. শাহীন শেখ, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুকু, জেলা পরিষদের সাবেক সদস্য আজম মন্ডল, আসামী সাইফুদ্দিন আহম্মেদ সুজন, আশরাফুল হাসান আশা ও ফারুক ঠিকাদার।
রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. উজির আলী শেখ জানান, বৃহস্পতিবার দুপুরে আলমগীর শেখ তিতুকে আদালতে হাজির করা হলে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। বিচারক জামিন না মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।