শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
মোরেলগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 

নিহতরা হলেন- শিক্ষক আলামিন খান(৪৫) অপর জন হলেন মোঃ হরমুজ গাজী ( ৬৫)। 

নিহত আলামীন খান শ্রেণিখালী গ্রামের লতিফ খানের ছেলে। তিনি স্থানীয় শহীদ শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। চাকুরী জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলাগামী ইমা পরিবহনের একটি গাড়ী বিপরীতগামী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভানের যাত্রী শিক্ষক আলামীন। গুরুতর আহত হন ভ্যান চালক একই গ্রামের মশিউর রহমান খান(৫৫)।এছাড়া সকাল ৯টার দিকে মোটর সাইকেল আরোহী এক কৃষক নিহত ও অপর দু'জন আহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম মো. হরমুজ গাজী(৬৫)। তার বাড়ি পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে। মঙ্গলবার বেলা ৯টার দিকে মোরেলগঞ্জের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার সহযাত্রী ছেলে মাসুম গাজী ও চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন। আহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সময় ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী এক নারীকে ধাক্কা দেয়। পরে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হরমুজ গাজী নিহত হন। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত আলামীন খানের মরদেহ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft