বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
কাশিয়ানীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে, উপজেলা প্রশাসনের আয়োজনে, নির্বাহী কর্মকর্তা মু, রাসেদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলার ১৪ ইউনিয়নের ২৩৬ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। 

সভায় প্রতিটা পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা, বিদ্যুৎ, বিদ্যুৎ না থাকলে জেনারেটর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়াও নামাজের সময় মাইক ও উচ্চ শব্দের বাদ্যযন্ত্র বাজানো বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 

পূজা কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কোন মতবিরোধ থাকলে তা নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু রাসেদুজ্জামান।

সভায় উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহার সঞ্চালনায়, পূজা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, থানার অফিসার ইনচার্জ মো, শফিউদ্দিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, মিরান হোসেন মিয়া, হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলালা বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা সহ ২৩৬ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft