প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন
'সুস্থ দেহ সুস্থ মন গড়তেই এ সংগঠন' এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (জিপিসিডিওডব্লিউএ) এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল মালিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আল-হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সিভিল সার্জন ও গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ কমর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কমর উদ্দিন বলেন, সোস্যাল নেটওয়ার্কের মাধ্যমে যারা বেসরকারি স্বাস্থ্য খাতকে নিয়ে অপপ্রচার চালায় তাদেরকে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। এছাড়াও অত্র সংগঠনের অধিন্যাস্ত সকল বেসরকারি হাসপাতালের সকল ধরনের লাইসেন্স প্রাপ্তিতে সহযোগিতা করা হবে। স্বাস্থ্য খাতে দালাল ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে সংগঠনের মাধ্যমে ভূমিকা রাখা হবে।
তিনি আরো বলেন, দেশ সংস্কারের সাথে সাথে আমরাও চাই জেলার বেসরকারি স্বাস্থ্য খাতকে আমূল পরিবর্তন আনতে।
গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বর্ত্বাধিকারী ও অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ও অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দীন সিদ্দিকী, গাজীপুর ডায়াবেটিক সমিতির ট্রাস্টি ও কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের পরিচালক মোঃ রফিকুল ইসলাম খান, আল-হেরা হাসপাতালের সিইও মুমিনুল ইসলাম, কালিয়াকৈর ওকামুতো মেডিকেল সেন্টারের পরিচালক ডাঃ সেলিম রেজা,গাজীপুর পরিবেশ আন্দোলনের ( গাপা) সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আবু সাঈদ চৌধুরী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শামীম চক্ষু হাসপাতালের পরিচালক সাখাওয়াত হোসেন শামীম, হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শামসুল হক পারভেজ, কালীগঞ্জ আবেশমনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দ আহমদ কবির বুলবুল, আনোয়ারা হসপিটালের পরিচালক ইঞ্জি: মোঃ জাহাঙ্গীর আলম, এস আর ইবনে সিনা হাসপাতালের পরিচালক মোঃ শাহাবুদ্দিন ও সালনা মা ও শিশু হাসপাতালের পরিচালক মোঃ মামুন হোসেন।