প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন
বিশ্বের অনেক দেশে চার দিনের অফিস পরীক্ষামুলক চলছে। ইউরোপের অনেক প্রতিষ্ঠান তো তিন দিনের ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছে। পাইলট প্রকল্পের চার দিনের অফিসে সুফলও নাকি মিলছে। এবার সে পথে হাঁটতে যাচ্ছে সৌদি আরব। পাঁচ দিনের অফিস ও দুই দিনের ছুটি বদলে যাচ্ছে। দেশটির একটি প্রতিষ্ঠানে তিন দিন ছুটি চালু করছে।
দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করছে সৌদি আরব। রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান লুসিডিয়া কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রথম কোনো কোম্পানি হিসেবে এটি করতে যাচ্ছে লুসিডিয়া। উৎপাদনশীলতা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে।
লুসিডিয়া হলো এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্ল্যাটফর্ম। লুসিডিয়ার কর্মীরা এখন থেকে সপ্তাহে চার দিন অফিস করবেন। আর তিন দিন ছুটি কাটাবেন।
লুসিডিয়ার এ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। সপ্তাহে তিন দিনের ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের ওপর কেমন প্রভাব ফেলবে, তা দেখতে অপেক্ষায় অনেকেই।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো অবশ্য বলছে, লুসিডিয়ার এমন সিদ্ধান্ত সৌদি আরবে নতুন নজির স্থাপন করবে। তাদের এ উদ্যোগ অনেক চমৎকার। অনেকে রোমাঞ্চিত। এই নতুন সিদ্ধান্তের ফলে কর্মীদের ওপর এর প্রভাব এবং তাদের কর্মক্ষমতা কেমন হবে এর ফলাফল জানতে মুখিয়ে আছেন অনেকেই।