শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
নিখোঁজ ‘বিটিএস–ভক্ত’ ছাত্রী সন্ধ্যায় ঢাকায় উদ্ধার
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩১ অপরাহ্ন

মানব পাচার চক্রের অনলাইনভিত্তিক একটি ফেসবুক পেজের পাল্লায় পড়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে বাড়ি ছাড়া এক মাদ্রাসাছাত্রীকে (১১) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সকাল ৬টার দিকে শরীয়তপুর সদরের বাড়ি থেকে বের হয়ে ওই ছাত্রী নিখোঁজ হয়।

গতকাল রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত বলেন, গতকাল সকালে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। দুপুরের দিকে যে সময় তার বাড়ি ফেরার কথা, তখন সে ফেরেনি। পরিবারের সন্দেহ হয়।

পরে ওই মাদ্রাসাছাত্রীর বিছানায় পড়ে থাকা একটি চিরকুটের মাধ্যমে পরিবার জানতে পারে, সে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে। এরপর ওই ছাত্রীর পরিবার শরীয়তপুরের পালং থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে।

বিষয়টি র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে জানালে উদ্ধারে নামেন র‍্যাবের সদস্যরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে ঢাকার আজিমপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মানব পাচারকারী চক্রের সদস্যরা।

ওই মাদ্রাসাছাত্রী বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাবে’ যুক্ত হয় বলে জানান র‍্যাব কর্মকর্তা শাহরিয়ার রিফাত। তিনি বলেন, প্রতারণার ফাঁদে পড়ে সে। মেয়েটিকে পাচারের উদ্দেশ্য ছিল চক্রটির। ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চক্রের মূল হোতাসহ অন্যদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নিখোঁজ ‘বিটিএস–ভক্ত’ ছাত্রী সন্ধ্যায় ঢাকায় উদ্ধার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft