বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
সুদানে বাজারে ভয়াবহ হামলায় নিহত ২১
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

সুদানে একটি বাজারে গোলাগুলির ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জন।
 
দেশটির শাসকরা ধ্বংসাত্মক গৃহযুদ্ধ থেকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য একটি স্বাধীন বাহিনী গঠনের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের আহ্বান প্রত্যাখ্যান করার একদিন পরই এ ঘটনা ঘটল।

স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) উত্তর আফ্রিকার দেশটির একটি বাজারে গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।  

সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব সুদানের সেন্নারের একটি বাজারে রোববার ভয়াবহ হামলা হয়। এতে গোলাগুলির ঘটনায় ২১ জন নিহত এবং  ৬৭ জন আহত হয়েছেন।  

এ হামলার জন্য দেশটিতে সংঘাতরত আধাসামরিক বাহিনীকে (র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফ) দায়ী করেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

গত বছরের এপ্রিলে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। তার ধারাবাহিকতায় রোববারের হামলাটি সর্বশেষ।  

এএফপি বলছে, মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে আরএসএফ দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সাথে লড়াই করছে।

চলমান সংঘর্ষে ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলো মধ্যে সুদানের এই সংঘর্ষকে অন্যতম ধরা হচ্ছে। কারণ, দুই বাহিনীর এ সংঘর্ষে হতাহতের পাশাপাশি বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুদান   বাজার   ভয়াবহ   হামলা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft