মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
তালতলীতে ছাত্রদল-যুবদল নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৬ অপরাহ্ন

বরগুনার তালতলীতে ছাত্রদল-যুবদলের নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে তালতলী প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত রবিবার ০১ সেপ্টেম্বর কিছু অনলাইন পত্রিকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকন মোঃ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, নাসির উদ্দীন ও উপজেলা যুবদলের সদস্য রাজু মৃধাকে জড়িয়ে 'তালতলী ছাত্রদল-যুবদল নেতাদের বিরুদ্ধে লুট পাটের অভিযোগ' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের নেতা মো. সাইফুল ইসলাম সাগর জোমাদ্দারের পুরাতন লোহা ক্রয়-বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করার অভিযোগ তোলা হয়। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভূয়া বানোয়াট ও উদ্দেশ্য প্রনীত। আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সঠিক ঘটনা হচ্ছে ওই যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে লোহা, তামা চুরি করে আলাউদ্দিন আলাল নামে এক যুবলীগ নেতার পুরাতন লোহা ক্রয়-বিক্রয়ের দোকানে বিক্রি করে আসছে। পরে সৈরাচারী হাসিনা সরকার পতনের পর ০৬ আগষ্ট মঙ্গলবার আলাউদ্দিন আলালের দোকানে পুরাতন ক্ষোভের কারণে একদল বিক্ষুদ্ধ জনতা উত্তেজিত হয়ে হামলা চালায়। যা উপজেলা প্রশাসন অবগত আছেন। আমরা দলের নির্দেশক্রমে ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও গির্জায় পাহারা দিয়ে ছিলাম। তারই ধারাবাহিকতায় যুবলীগ আলাউদ্দিন আলালের ব্যবসা প্রতিষ্ঠানে যাতে আর ক্ষতি না হয় সে জন্য তার মালামাল ট্রাকে ভরে নিয়ে যেতে সহায়তা করি। যা পরে তিনি বিক্রি করে দেন। কিন্তু ঘটনার ২৫ দিন পরে যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাগর আমাদের দলের ভাবমূর্তি নষ্ট ও আমাদের সম্মানহানির উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের নেতাদের প্ররোচনায় প্রকৃত ঘটনা আরাল করে নৌবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়। যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকন মোঃ মামুন ও উপজেলা যুবদলের সদস্য রাজু মৃধা প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft