প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৪ অপরাহ্ন
সদর উপজেলার জয়নগর খেয়াঘাটে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় খেয়াযাত্রী শফিকুল ইসলাম লালন (৩৫) মধুমতি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায়।
আজ দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে ডুবে নিখোঁজ হওয়া শফিকুলের লাশ উদ্ধার করতে পারেনি। নদীতে নিখোঁজ শফিকুল প্রতিবেশী নড়াইল জেলার জয়নগর ইউনিয়নের রামপুর গ্রামের শহর আলী মোল্লার ছেলে।
জয়নগর খেয়াঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরিদের তল্লাশি চালানোর সময় নিখোঁজ শফিকুলের চাচা আবুল বাশার আজাদ মোল্লা বলেন, শফিকুল গোপালগঞ্জে হিন্দু কল্যান ট্রাষ্টে চাকুরী করতো। গতকাল মঙ্গলবার বাড়ি ফেরার পথে সন্ধ্যায় জয়নগর খেয়াঘাটে খেয়া(ট্রলার) পার হওয়ার সময় এমবি নওশিন নামে একটি বড় বাল্কহেডের ধাক্কায় সে মধুমতী নদীতে পড়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সকাল থেকে নদীতে তল্লাশী চালানো শুরু করে। আজ বুধবার দুপুর দুইটা পর্যন্ত শফিকুলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জয়নগর খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় খেয়া (ট্রলার) থেকে কয়েকজন পড়ে গেলেও এক মহিলা বাদে সবাই সাঁতরে মধুমতি নদীর জয়নগর পাড়ে পৌঁছাতে সক্ষম হয়। শফিকুল ইসলাম লালন নামে কোনো ব্যাক্তির নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের জানা নেই।