প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন
তিন পার্বত্য জেলায় সংবিধান বহির্ভূত রাজার সনদ প্রথা বাতিলের দাবিতে ডিসি অফিস ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
গতকাল শনিবার বিকাল ৪টায় বান্দরবান সদরের প্রেসক্লাব চত্বরে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারী চাকুরি, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সকল ক্ষেত্রে পাহাড়ের বাঙালীদের সঙ্গে বৈষম্য দূর করে জনসংখ্যার অনুপাতিক পদ বন্টনের দাবি এবং পার্বত্যাঞ্চল নিয়ে রাষ্ট্র বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজিত ছাত্র-জনতার মহা সমাবেশে একথা বলেন তিনি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানের নেতৃত্বে প্রায় ৩ হাজারেরও বেশি জনগন তুমি কে আমি কে, বাংলাদেশী বাংলাদেশী স্লোগান ও বিভিন্ন প্লে-কার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।