মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
গোপালগঞ্জে অজ্ঞান পার্টির দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

সদর উপজেলার দুর্গাপুরে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নেয়া দলের দুই সদস্যকে গণধোলাই দেয়ার পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার খানিক আগে দুর্গাপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। 

জনতার হাতে আটকরা হলেন- যশোরের বাঘারপাড়া থানার তুরজাউন হোসেন (৩০) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার মোহাম্মদ রানা (২৯)। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাজিব আহমেদ জানান, তুরজাউন হোসেন ও মোহাম্মদ রানা নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া আজিজিয়া শামসুল উলুম মাদ্ররাসার নির্মাণ কাজের জন্য টাকা তুলতে এক বছর আগে দুর্গাপুর বাজার এলাকায় আসে। ওই সময় মাদ্রাসার নির্মাণ কাজের কথা বলে উজ্জ্বল ও খায়ের নামের দুই ব্যক্তির নাকে স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে ২৫ হাজার টাকা লুটে নেয় তারা। 

গতকাল বৃহস্পতিবার  সন্ধ্যার খানিক আগে ওই দুজন আবারও দুর্গাপুর বাজার এলাকায় এসে মাদ্রাসার নির্মাণ কাজের কথা বলে টাকা চেয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময় করে এবং  তাদের হাতে বিভিন্ন ধরনের আতর লাগিয়ে দেয়। এতে বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা অজ্ঞান পার্টির সদস্য মনে করে তাদের ধরে গণধোলাই দেয়। 

পরে পুলিশে খবর দিলে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। 

এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, চাঁদা তোলার রশিদ বই ও মোবাইল উদ্ধার করে পুলিশ। পরে উভয়কে সন্দেহজনক অজ্ঞান পার্টির সদস্য হিসেবে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গোপালগঞ্জ   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft