মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
নিষিদ্ধ জালে পোনা মাছ নিধন, হুমকির মুখে মৎস্য উৎপাদন ও জীববৈচিত্র্য
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নদী, খাল-বিলে বেড়ে ওঠা দেশি ও রুই জাতীয় মাছের পোনা অবাধে শিকার করা হচ্ছে। স্থানীয় হাট-বাজারে তা বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। 

পোনা মাছ নিধনে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দোয়ারি, বেড় জাল ও ভেসাল। কতিপয় মৎস্যজীবী ও জেলেরা প্রতিদিনই পোনা মাছ ধরে উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি করলেও তা বন্ধে উল্লেখযোগ্য ভূমিকা দেখা যাচ্ছে না। এমন চলতে থাকলে ভবিষ্যতে এসব মাছের আকাল দেখা দিতে পারে বলে মনে করছেন সচেতন মহল। দ্রুত প্রশাসন ও মৎস্য দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আইন অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ ইঞ্চির নিচে রুইজাতীয় মাছ (কাতলা, রুই, মৃগেল, কালিবাউস ও ঘনিয়া) ধরা ও বিক্রয় নিষিদ্ধ হলেও উপজেলার হাট-বাজার গুলোতে নিয়মিতই বিক্রি হচ্ছে প্রচুর পোনা মাছ। ফলে উপজেলায় রুইজাতীয় মাছের বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রকাশ্যে বিক্রি হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, পাঙ্গাস, টাকি, শোলসহ দেশিয় বিভিন্ন মাছের পোনা। বিশেষ করে উপজেলা সদরের লেছড়াগঞ্জ, আন্ধারমানিক, কাণ্ঠাপাড়া, রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর, বাহিরচর, বাহাদুরপুর, কাঞ্চনপুর ইউনিয়নের কুটিরহাট, বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা, মাচাইন, বাস্তাসহ বলড়া ও ঝিটকা বাজারেও প্রকাশ্যে বিক্রি হয় এই পোনা মাছ। এছাড়া অনেক জেলে পোনা মাছ ধরে বিভিন্ন এলাকার মোড়ে এবং ঘুরে ঘুরেও বিক্রি করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মৎস্য ব্যবসায়ী বলেন, আমরা মাছ ধরি না। জেলেরা মাছ ধরে। তাদের কাছে থেকে কিনে আমরা বিক্রি করি। জেলেদের পোনা মাছ ধরা বন্ধ করতে হবে। উপজেলা মৎস্য দপ্তরের নজর না রাখা এবং নিয়মিত অভিযান পরিচালনা না করার কারণে পোনা মাছ শিকার ও বিক্রি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তারা।

কয়েকজন জেলেদের সাথে কথা বললে তারা জানান, পোনা মাছ বিক্রি নিষেধ তারা তা জানেন না। আবার কয়েকজন বলেন, নিষিদ্ধ জানলেও পেটের দায়ে তারা পোনা মাছ ধরেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, আমাদের মৎস্য দপ্তরের অভিযান চলমান আছে৷ পোনা মাছ রক্ষায় আগে সবাইকে সচেতন হতে হবে। মানুষ সচেতন নাহলে শুধু অভিযান করে বন্ধ করা সম্ভব হবে না।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, পোনা মাছ রক্ষায় দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft