প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
ইয়েমেনে রাতভর প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অনেক ঘরবাড়ি ধসে পড়েছে এবং এতে কমপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ গতকাল বুধবার এ কথা জানিয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার পশ্চিমাঞ্চলীয় আল-মাহউইত প্রদেশে বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে।
পুলিশ জানায়, প্রদেশের মেলহান জেলায় সাতটি বাড়ি ধসে পড়ায় কমপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছে।
এ প্রাকৃতিক দুর্যোগে কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানায়নি। তবে বন্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে কাপড় দিয়ে ঢেকে রাখা মৃতের লাশ দেখানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।